- bdnews24.net

ব্রেকিং

WELCOME TO MY BLOG SUBSCRIBE MY CHANNEL???? "Technical Furqan" AND SEE SOMETHING NEW WhatsApp =+923492631358

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, 13 June 2020

তামিম ইকবাল খান (জন্ম ২০ মার্চ ১৯৮৯) হলেন একজন বাংলাদেশী ক্রিকেটার। ২০০৭ সালে তামিম ইকবালের একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে এবং একই বছর তিনি তার প্রথম টেস্ট ম্যাচ খেলেন। তিনি ডিসেম্বর ২০১০ থেকে সেপ্টেম্বর ২০১১ পর্যন্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণেই তার সেঞ্চুরি রয়েছে এবং প্রথম বাংলাদেশী হিসেবে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রান করেন।[৩] ২০১৮ সালের জানুয়ারিতে ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম বাংলাদেশী হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৬০০০ রানের মাইলফলক স্পর্শ করেন এবং সেই সাথে আর. প্রেমাদাস স্টেডিয়ামে সনাথ জয়াসুরিয়ার করা ২৫১৪ রানের রেকর্ড ভেঙে একই ভেন্যুতে সর্বোচ্চ রানের অধিকারী হিসেবে নিজের নাম লেখান।[৪][৫]
তামিম ইকবাল
Tamim-Iqbal-wt20.png
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামতামিম ইকবাল খান[১]
জন্ম২০ মার্চ ১৯৮৯ (বয়স ৩১)
চট্টগ্রাম, বাংলাদেশ
ডাকনামতামিম
উচ্চতা৫ ফুট ৯ ইঞ্চি (১.৭৫ মিটার)
ব্যাটিংয়ের ধরনবা হাতি
বোলিংয়ের ধরনডান হাতি অফ ব্রেক
ভূমিকাউদ্বোধনী ব্যাটসম্যান
সম্পর্কআকরাম খান (চাচা),
নাফিস ইকবাল (ভাই)
আন্তর্জাতিক তথ্য
জাতীয় পার্শ্ব
টেস্ট অভিষেক
(ক্যাপ ৫১)
৪ জানুয়ারি ২০০৮ বনাম নিউজিল্যান্ড
শেষ টেস্ট২২ ফেব্রুয়ারি ২০২০ বনাম জিম্বাবুয়ে
ওডিআই অভিষেক
(ক্যাপ ৮৩)
৯ ফেব্রুয়ারি ২০০৭ বনাম জিম্বাবুয়ে
শেষ ওডিআই৬ মার্চ ২০২০ বনাম জিম্বাবুয়ে
টি২০আই অভিষেক
(ক্যাপ ১৭)
১ সেপ্টেম্বর ২০০৭ বনাম কেনিয়া
শেষ টি২০আই২৫ জানুয়ারি ২০২০ বনাম পাকিস্তান
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০০৭–বর্তমানচট্টগ্রাম
২০১১নটিংহ্যামশায়ার
২০১২চিটাগাং কিংস
২০১৩দুরন্ত রাজশাহী
২০১২ওয়েম্বা ইউনাইটেড
২০১২-২০১৩ওয়েলিংটন
২০১২/১৩পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া
২০১৩সেন্ট লুসিয়া জুকস
২০১৫-২০১৬চিটাগাং ভাইকিংস
২০১৬-বর্তমানপেশোয়ার জালমি
২০১৭[২]এসেক্স
২০১৭স্পিন গর টাইগার্স
২০১৭-২০১৯কুমিল্লা ভিক্টোরিয়ান্স
২০১৮-বর্তমাননঙ্গরহার লিওপার্ডস
২০১৯-বর্তমানঢাকা প্লাটুন
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতাটেস্টওডিআইটি-টোয়েন্টি১ম শ্রেণী
ম্যাচ সংখ্যা৬০২০৪৭৭৯২
রানের সংখ্যা৪,৫২৫৭০৭৪১,৭১৭৭,১২৫
ব্যাটিং গড়৩৮.৬৪৩৫.৫২২৩.৮৪৪৪.০০
১০০/৫০৯/২৭১২/৪৮১/৭১৬/৪০
সর্বোচ্চ রান২০৬১৫৮১০৩*৩৩৪*
বল করেছে৩০২৫২
উইকেট
বোলিং গড়
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং
ক্যাচ/স্ট্যাম্পিং১৫/–৫৮/–১৮/–২৯/–
উৎস: ইএসপিএন ক্রিকইনফো৬ মার্চ ২০২০
ব্যক্তিগত বিবরণ
জাতীয়তাবাংলাদেশী
দাম্পত্য সঙ্গীআয়েশা সিদ্দিকা
সন্তান১ পুত্র ও ১ কন্যা
মাতানুসরাত ইকবাল
পিতাইকবাল খান
বাসস্থানঢাকাবাংলাদেশ
শিক্ষাসানশাইন গ্রামার স্কুল
(ও লেভেল এবং এ লেভেল)
পেশাক্রিকেটার
২০১১ সালে তামিম ইকবাল উইজেন ক্রিকেটার্স অ্যালামন্যাক এ বর্ষসেরা ৪ ক্রিকেটারের মধ্যে অন্যতম ও ২য় বাংলাদেশী হিসেবে উইজডেন এ বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হন। তিনি চট্টগ্রাম বিভাগ ক্রিকেট দল এর হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট খেলে থাকেন। তামিম ইকবালই একক বাংলাদেশী হিসেবে সীমিত ওভারের সংস্করণে সর্বোচ্চ রানের মালিক এবং একমাত্র বাংলাদেশী হিসেবে ক্রিকেটের তিন সংস্করণেই সেঞ্চুরির অধিকারী।[৬] এছাড়াও তামিম ইকবাল একমাত্র বাংলাদেশী হিসেবে ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে ২০টি সেঞ্চুরির অধিকারী।
বর্তমানে তিনি টেস্ট, ওডিআই ও টি-টোয়েন্টি মিলিয়ে বাংলাদেশী হিসেবে সর্বোচ্চ রানের অধিকারী খেলোয়াড়।[৭] তিনি ২য় বাংলাদেশী হিসেবে টেস্টে ৩০০০ রান ও ওয়ানডেতে ৫০০০ রানের রেকর্ডধারী এবং ১ম বাংলাদেশী হিসেবে টি-টোয়েন্টিতে ১০০০ রানের মাইলফলক অতিক্রম করেন। তিনি ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের হয়ে তার ২০০তম একদিনের ক্রিকেট ম্যাচ খেলেছিলেন। ২০২০ সালের জানুয়ারিতে তামিম ইকবাল প্রথম বাংলাদেশী হিসেবে ২০১৯-২০ বাংলাদেশ ক্রিকেট লিগ টুর্নামেন্টে ইস্ট জোন টিমের হয়ে ১ম শ্রেণির ক্রিকেটে অপরাজিত ৩৩৪ রানের ইনিংস খেলেন।[৮]

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here