- bdnews24.net

ব্রেকিং

WELCOME TO MY BLOG SUBSCRIBE MY CHANNEL???? "Technical Furqan" AND SEE SOMETHING NEW WhatsApp =+923492631358

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, 9 June 2020

#বেকিং!
#ভয়ংকর_শিশু!
রাজশাহী দামকুড়ায় মা'য়ের কাছে পাঁচ টাকা চেয়ে না পেয়ে,

 ৭ বছরের শিশু ফাহিম দা দিয়ে কোপ দেয় মা'য়ের বুকে।এতে মা ফাতেমার (২৫) মৃত্যু হয়েছে।

রক্ত দেখে শিশুটি পালিয়ে যায় পাশে ফুপুর বাড়ীতে।
পরে পুলিশ জানতে পেরে শিশুটিকে কোলে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার বর্নানা দেয়। দামকুড়া থানার ওসি মাজহুরুল ইসলাম জানান, সকালে শিশু ফাহিম বাবা এবং মা দুজনের কাছেই পাঁচ টাকা চায়। কিন্তু তারা কেউই টাকা দেয়নি। উল্টো তাকে চড় থাপ্পর দিয়ে শাসন করে। এসময় সে ক্ষিপ্ত হয়ে মায়ের বুকে তরকারি কাটার হাসুয়া দিয়ে আঘাত করে।

এতে রক্ত বের হতে দেখে সে ভয় পেয়ে ফুপুর বাড়ী চলে যায়। পরে হাসপাতালে নেয়ার পথে মা ফাতেমার মৃত্যু হয়। ওসি আরো জানান, শিশু ফাহিমকে আমরা কোলে নিয়ে আদর করেই ঘটনা জানতে চেয়েছি।
সে সাবলীল ভাবেই ঘটনার বর্ননা দেয়। সে এটা বলে, "এখন মা মরে গেছে কি করবো বুঝতে পারছি না।" পুলিশও ঘটনার বর্ণনা শুনে হতবাক। শিশুটিকে গ্রেফতার করা হবে না। তবে কি পদক্ষেপ নেয়া হবে তা ভাবা হচ্ছে।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here